১
সম্পর্কের শেষ,
শুরু কামোদ্দীপনার।
নিয়তির সাথে প্রকৃতির ব্যবধান
ক্রমশঃ কমে শূন্যে।
একপাশে হেলে পড়া জীবন
সবে শুরু...
এরপর আসবে ক্রমাগত ধাক্কা,
আশ্চর্য আনন্দের,
মন খুশি করা,
বেদনায় ভরা ধাক্কা।
ক্ষমতানুসারে সীমাবদ্ধ
সময়ের গন্ডির খেলা।
অবশেষে আর এক শরীরে
আনন্দ চোষা তরলের গমন,
সব শেষ....
এ শেষে শুরুর হাতছানি আছে।
২
যৌথ ভালোবাসার
রক্তাক্ত পরিণতি
একটি সন্তান।
সামান্য দুধের
বাধ্য ভালোবাসায়
নরখাদকদের বেড়ে ওঠা।
তারপরই শুরু
শিকার, অনন্ত শিকার।
হরিণ নয়,
মেষশাবক নয়,
নির্ভেজাল মননের শিকার।
সত্ত্বাহীন নাকি অন্তঃসত্ত্বা এই
দ্বন্দ্বের ভিড়ে মিশে থাকা
এ ভালোবাসা কে ধিক্কার।।
নরখাদক শিকার ছেড়ে,
যৌনতার পরিতৃপ্তির সাথে
সন্তানের মুখের আদলের
মিল খুঁজে বেড়ায়।
সন্তানটি কিন্তু এসবের কিচ্ছু জানেনা।