একদিন কেউ আসবে, ঘর ভরিয়ে
তুলবে সুগন্ধে, একদিন কেউ আসবে
আশেপাশের পশুপাখিরা আবার
আমায় দর্শক বানাবে,
একদিন কেউ আসবে আমি
এক মুঠো আবির ছুঁড়ে দেবো আকাশে।

একদিন কেউ আসবে, সবকিছুই যেন
চলবে অতিসাধারণ গতিতে, একদিন কেউ
আসবে, আমাকে দেখা না দিয়ে চলে যাবে,
আরও একদিন।
একদিন কেউ আসবে রামধনুর
রং গায়ে মেখে।

একদিন কেউ আসবে তখন, যখন
আমি বসে থাকবো তার পথ চেয়ে,
একদিন কেউ আসবে, আমার মদের
দাঁত পড়ে যাবে, নতুন করে খুলবে চোখ।

একদিন কেউ আসবে, আমাকে
আরো স্বাভাবিক করে তুলবে,
একদিন কেউ আসবে, আমায় নিয়ে
পাড়ি দেবে অজানায়।

একদিন কেউ আসবে,
ফিরবে না,
থেকে যাবে আমি হয়ে ।।