এই আলো-আঁধারি জীবন,
কোথাও রঙীন
কোথাও ভীষণ ধূসর
চেনা নীল, চেনা লাল
চেনা স্বপ, মায়াজাল...
এই আলো-আঁধারি জীবন,
কোথাও বরফের স্পর্শ
কোথাও ভীষণ বিমর্ষ
চেনা অচেনার হাহাকারে
মিশে আছি আমি, তুমি..
আমাদের মত অনেকেই ..
এই আলো-আঁধারি জীবন,
যুক্তি-তর্ক-আবেগের সীমা ছাড়িয়ে
শুধু এক থেকে বহু হয়ে
পুনরায় এক হয়ে যাওয়া..
চলো তবে সে পথেই হাঁটি ❤