কে বন্ধু আমার,কে শত্রু
কে নিজের, কেই বা পর
আজও বুঝলাম না
কোনটা আমার ঘর।
কোন পোষাক আমার,
কোন খাদ্য আমার ,
কোন গান ,কোন ধর্ম ,
কোন প্রেম, কোন ইচ্ছা,
কোন নদীটির চর,
বুঝলাম না আজও
আসলে কোনটা আমার ঘর।
যখন আমার মত,
মিশে যায় দলে,
আমার কথা বলে ওঠে,
কোন কোন গোষ্ঠী ,
তখন খতিয়ে দেখা হয়,
আমার পছন্দের
ঠিকুজি কুষ্ঠি।
কোন চাঁদকে ভালোবাসা যাবে,
কোন চাঁদে আছে বাধা,
কতটা কাজল, কতটা সুরমা,
জটিল অঙ্কের ধাঁধা ।
আমার কতটা
কাকে দেবো আমি
সেটা নাকি তুমি মেপে দেবে
তবে কি এখানে বৃথাই থাকলাম
জন্মভূমি ভেবে।
তুমি কি বন্ধু, নাকি শত্রু
নাকি কোন যাযাবর,
তুমিও কি আমারি মতন,
চেনোনি নিজের ঘর ???