আমার প্রতিটা পদক্ষেপের দিকে চেয়ে দেখি,
অবলীলায় চেয়ে থাকি অনর্গল ...
পরাধীনতার আগুন ধিকিধিকি করে..
আমার সমস্ত দর্শন, ভাবনা, সদিচ্ছার পাহাড়
অরাজনীতির দাবানলের তাপে
সেঁধিয়ে যায় কাদামাটির গর্তে,
টুঁ শব্দটি করতে চাইলেই,
গর্জে ওঠে হল্ট ধ্বনি ,
ভারী বুটের কম্পনে,
ধামা চাপা পড়ে যায় স্বপ্নতরঙ্গ ।
আমার সমস্ত বিবেচনা, সুপ্তপ্রায় মহানুভবতা,
পোক্ত ঋজু মেরুদন্ডের আস্ফালন ,
একে একে ছেড়ে যায় আমাকে,
আমার মতন করে সান্ত্বনা দিয়ে যায়,
আমার নিজের আবেগ,
আমার নিজের হঠকারী অভিমান,
আমার শূন্যে দোলায়িত পা কে
মাটি ছুঁতে দেয়না।
আমার চোখের সামনে আমার পরিবার,
আমার পৃথিবী, আমার দেশ-দেশবাসী
আমারই মতন করে ধ্বংসের খেলা খেলে চলে,
আমারই মতন করে সব কিছুকেই
নিয়ন্ত্রন করে চলেছে অজানা কোন কিছু,
জাতি ধর্ম আলাপ আলোচনা সমস্ত
কিছুর স্ফুলিঙ্গসম ব্যবহারে,
অবিরাম পুড়ে যাচ্ছি আমরা...
সমগ্র মানবজাতির বার্বিকিউ
তবু বড় লোভনীয় হয়ে ওঠে।
আমার প্রতিটা পদক্ষেপ,
একে অপরের মাংসের মাঝে,
তাদের রাক্ষুসে ক্ষুধা নিবারণ করে,
আমি অবলীলায় চেয়ে থাকি অনর্গল...
পরাধীনতার আগুনে
নিজেকে পুড়িয়ে নিই বেশ করে,
রসনার জয় হোক।