পৃথিবীর সমস্ত উদ্ভিদ
একদিন শেষ হয়ে যাবে,
সমস্ত মানুষ, দেবদেবী, পশু পক্ষী
আমার থেকে বহুদূর বহুদূরে
মিলিয়ে যাবে
শুকিয়ে যাবে নদনদী, পুকুর,
খাল বিল ,পচা ডোবা,
মুছে যাবে প্রতিটা কীট পতঙ্গের
জীবনের গল্প,
থেমে যাবে সমস্ত ঝড়, বৃষ্টি,
বিদ্যুতের চমকানি,
পৃথিবী ভুলে যাবে সমস্ত
সম্পর্কের ইতিহাস ...
শুধু অনন্ত প্রসারিত ধুলোবালিময়
এক বেসুরো নিষ্প্রাণ মরুখন্ডে
একাই প্রমাদ গুনবো আমি...
হয়তো সেইদিনই
আমার চৈতন্য হবে।