কতশত প্রতিভা শেষ হয়ে যায় চিলেকোঠার ঘরে
কত সূদুরপ্রসারী দৃষ্টি অস্ত যায়
আবেগের অন্তরালে
কতশত আশা, প্রেম, সহানুভূতি সব
মিশে যায়, লুটিয়ে পড়ে পায়ের নীচে,
মূল্যহীন হয়ে যায় সমস্ত অঙ্গীকার!
তবু কিছু কাহিনী খুঁজে পায় শেষ
তবু গান গায় অভাগার দেশ
না বলা কথায় জানা অজানার রেশ
বাঁধা পড়ে থাকে ||
অনেক রকম ভাবে জীবন ঘনায়
অনেক রকম স্বপ্নেরা মেতে ওঠে কোলাহলে।
দুপুরের তেতে ওঠা জানলার কাঁচে,
তবু এসে বসে আজকের কামনা-বাসনা।।
সত্যিই কি সব কিছুর শেষ হয়?
নাকি শেষ হওয়ার অনেক আগেই নিজেকে
গুটিয়ে নেয় কিছু কিছু বাস্তব,
অথবা হয়ত মিলিয়ে যায় কোন এক
বিকালের ঝোড়ো হাওয়ায়।
নিজের এক জীবনের কতটাই বা
চোখ বুজে থাকতে পারে কেউ।
জানা নেই, জানা নেই ....
জানা নেই আরো অনেকটা জীবন,
তাই শুধু পাল্টাতে হয় সবকিছু,
সবকিছু...
সেই সবকিছু,
যা চিলেকোঠার ঘরে শেষ করে দেয়,
কোন এক প্রতিভাকে ।।