আমার অসহিষ্ণুতার থেকে
তুমি ভিজে মাটির গন্ধ পেতে পারো...
হৃদয়ে আমার তেমন কোনো সুবাস নেই
তাই বোধহয় হৃদয় আমার বিখ্যাত নয় । ।
বড় বেশি আবেগপ্রবণ ,
বড় বেশি পার্বত্য অনুভূতি আমার,
প্রতিটি বাঁকে বাঁকে পৃথক দৃষ্টিকোণ ..
একদিন দুদিন বড়জোড় কিছু মাস..
তারপর হয়ত আরো একদিন..
কানে তালা ধরানো নিস্তব্ধতা ..
মন না মানা শান্তভাব ,
গাম্ভীর্যের অট্টহাস্য ,
বর্ণহীন নীলাভ জীবনের
ক্রমাগত বেজে যাওয়া মায়াময় সুর..
বেদ বেদান্ত পূজাপাঠ
এসবের থেকে বহুদূর ,
সমান্তরাল এক নাক্ষত্রিক কারাগারের মত
আঁকড়ে ধরে আছে আমার বেশ কিছুটা ..
না মুক্তি না বন্দীদশা,
না চেতন না অবচেতন ,
না প্রেম না ঘৃণা ,
অবিরল ভাব চূর্ণন ..
আমায় বিখ্যাত হতে দিলোনা !!