কোন বিষাক্ত ছোবলে
ভেঙে গেলো উপোস,
কোন জটিল ভাবনায়
মিশে গেলে তুমি,
প্রতিবাদী পর্বের অবসানে,
কত অনায়াসে করে নিলে
আপোষ ।
শুধু অনুভূতির খতিয়ানে
লেখা আছে আজকের কথা
কিছু প্রেম-কিছু ঘৃণা -কিছু রোষ,
কোন বিষাক্ত ছোবলে ভেঙে গেলো উপোস।।
কত দ্রুত সরে যাওয়া
নিরাপদ মনে হয়,
কত কাছাকাছি আসা
আশা রাখো,
আমার সীমানার শিয়রে
বলা যেতো অনেক কথা,
কত ছুঁলে
হতে পারে আপশোষ,
কোন বিষাক্ত ছোবলে ভেঙে গেলো উপোস ।
সেই বিষ যদি পারো
রেখে দিও ,
রেখে দিও ভেঙে যাওয়া
আলনায়,
রেখে দিও ভিজে যাওয়া
টাকার মত যত্নে,
মেলে দিও, বিছিয়ে দিও ,
আগামীর প্রাণপ্রতিষ্ঠায়,
ভক্তের দাবানলে
পুড়ে ছারখার হয়ে গেলে,
ফের রেখো উপোস ,
বিষ নেই, প্রেম নেই,
তাই থাকবেনা দোষ,
আমি জানি
কোনো বিষাক্ত ছোবলে,
কেন ভাঙে উপোস।।