"ওরা"

ওরা ওদের মতো থাকতে ভালবাসে। নিষিদ্ধ পল্লীর মতো ওদের বাস। চিন্তা ভাবনায় এগোতে পারে না; বহু কথায় উত্তর খুঁজে পায় না; জঠরের যন্ত্রণা বুঝতে পারে না; দু বেলা নিষিদ্ধ পল্লীর মতো শ্বাস ফেলে দাবী জানিয়ে যায়।

বুঝতে অসুবিধে হয় কোন প্রাণে গ্রাস নামে, কোন প্রাণে অবলম্বন বাঁচে, কোন প্রাণে জন্ম আর হয় না, অসুবিধে হয় বুঝতে কোন প্রাণে পৃথিবীর অবহেলা করে।

সকাল থেকে রাত কিংবা ভোরের পর সন্ধ্যে, কাকতালীয় বাহবায় ওরা দেয় স্বান্তনা সমাজ স্পন্দনে। মুহূর্তের কোনো ইতিহাস লিখে বেঁচে যায় দোহাই; ক্ষুদে প্রাণের আর্তনাদে ওরা সবাই দেয় "অনিকেত-অশনি" মুহূর্তের সহবাস "সুষম-সম্মান"।

মিছে এই পরিধান; সমাজ সেবায় "বকলম-ব্যবধান"; নিষিদ্ধ পল্লীর মনো-নিবাস; বৃথা ফল দেয় জীবনের পরিহাস।

আজও ওরা রয়ে গেছে; ভুল ত্রুটির অবকাশে; নির্ভুল  নিষ্প্রাণ সহজ সংলাপ; ওদেরকে যায় না বোঝা জীবন সমাজ অদ্ভূত মনস্তাপ!!!!!!