অবসর প্রাপ্ত জীবনের কিছু অংশ, চালচিত্রহীন নিঃশ্বাসের বহন,,,,,,,,, জীবন তুমি চলেছো গ্রহ নক্ষত্র জীবন বীমার শূন্য কক্ষপথে,,,,,,,,,শেষ বেলার অল্প গল্পকথা,,,,,,,,,,জীবন তুমি লিখবে কিভাবে নতুন রূপ কথা?????
স্বর্ণ-বক্ষ চোরা হৃদস্পন্দন,,,,,,,,ওরা আসলে ভালো আছে 'ভাবের ঘরে স্পর্শ-কাতর'। এলোমেলো মনকাহন ব্যথা, ওসব কিছু হারিয়ে যাক ; তবু যদি তৈরী হয় নতুন কবিকথা।
শুষ্ক কলমে ছবি ফোটে মরীচিকার নিষ্প্রাণ চিত্রকলা, শিল্পী তার সঙ্গী হারায় ; অবোধ মনে বৃথা নির্মাণ জীবনের পরন্তবেলা।
তবু যদি ধরে রাখো বাদ্যযন্ত্র ইতি কলাপ,,,,,,,,, জীবন তোমায় দেবো ধন্যবাদ এপার মননে ওপার সমাপ্ত!!!!!
.................কলমে জয়িতা.................