"আগন্তুক"

প্রশ্ন হয় মন কেন আগন্তুক????

মন যখন আজ আবেগ খোঁজে শান্ত মনের ঘরে, আমি একলা বসে থাকি নীরব আতর গন্ধে। ভালো লাগে ওই একলা মোহের নির্জনতা, বেলা তুমি কথা বলো সূর্য সাক্ষী হয়ে,,,,,,,রাত আমায় ছেড়ে আসে স্তব্ধতার অন্তরালে।

আগন্তুক আমার এই মন, স্থির বিন্দু তে ধরা দেয় নিঃশ্বাস, বন্ধুর সন্ধানে সেই মন, কবে যেন হারিয়ে গিয়েছে এই মেঠো মন। যা কিছু ভালোলাগার আয়োজন,,,,,, হারিয়ে যায় বৃষ্টি ভেজা মন,,,,,,, ফুরোয় না কখনও ভালোবাসার সংকলন।

গল্প বলে মন গালে হাত দিয়ে, ছোটো ছোটো নূপুরের স্বপ্ন কলি শব্দে।

মন তাও আগন্তুক, আয়নার প্রদীপ এঁকে যায় গল্পে,  গল্প বলে মন গালে হাত দিয়ে, ছোটো ছোটো স্বপ্ন শিষে জন্ম নেয় নতুন ভালোবাসার দম্ভ।।।।।।

*******কলমে- জয়িতা********