"চয়নিকা"

সবর্ণা অনেকদিন হলো তোর সাথে দেখা হয়নি। কি যেন বলেছিলিস, সেই যে শেষ দেখা হলো, কথা গুলো আজও বাকি রয়ে গেল।

….......অনির্বাণ কে বুঝতে চেয়েছিলাম অনেক। শেষ পর্যন্ত সবটুকু শেষই হয়ে গেল। আজ আর ও আমার পৃথিবীতে নেই। রোজ রাতে আমার লেখার টেবিলে ওর ছায়া নেমে আসে, আমার আলোতে ও জ্বলে আর নেভে। ঘরের বদ্ধ হাওয়ায় আমার পাতাগুলো কেমন জল ছবির কালিতে ভরে ওঠে।

  ..........প্রাণ কেন কাছে আসে জানিনা। স্মৃতিরা ভীষণ ক্লান্ত।  প্রতিদিন ও গিটারে নতুন সুর তৈরী করতো। জীবন যখন তলানিতে,  দীর্ঘশ্বাস ফেলে এক বুক হাসি নিয়ে শেষ শব্দের ভ্রমণে বেরিয়েছিলো, নাম রেখেছিলো "চয়নিকা"।

..........মনে ছিলো "ভালোবাসা - অসুখের" জ্বালা, স্বপ্নে ছিলো সুখের পাহাড়, প্রশ্নের ঘাত প্রতিঘাতে অনির্বাণ আজও লিখে চলেছে অসমাপ্ত স্বপ্নের বুনিয়াদ।

......... একবার বলেছিলো তোর কাছে পৌঁছে দিতে খবর। তোকে আজও মনে রাখে অনির্বাণ।

ভুল ছিলো আমার দিশায়, তাই তোকে আজও বলতে পারিনি। আমার অন্ধ আলোয় অনির্বাণ আজও এক ফালি হাসির দৃষ্টি রেখে যায়।

অন্ধকার ঘর , তবু ওর আলোতে কোনো অন্ধকার নামেনি, আজও তুই ওর চয়নিকা যখন আমি আমার আত্ম - লেখিকা!!!!!

কলমে - জয়িতা ✍️✍️✍️✍️