"প্রতিশ্রুতি"
ও পথ চলায় নেই কোনো শব্দ। ও পথ শুধুই সে পথ, আত্ম বিন্যাসে আলাদা করে রাখা তোমার আমার দুজনের আলাদা প্রতিশ্রুতি।
যদি বলো গল্পে ওরা বেশি সুন্দর,
যদি বলো নিস্তব্ধতায় ওরা বেশি আপন, যদি বলো সব ছেড়ে বিমুখ পথ বেশি নির্জন,,,,,,,,,, আজ তুমি আমি সবাই আপন শুধুই আনমনা তুমি আমি তে।
যতোটা বিস্তার চেয়েছিলাম, আজ আমি তোমায় ছেড়ে পেয়েছি নিস্তার। মরুভমির বায়ুতে প্রাণ বয় ঊষ্ণ কণ্ঠে না বলা দিনগুলো কে হারিয়ে ফেলার প্রতিশ্রুতি তে।
বড্ড দামী মনের কথা, বড্ড নামী তোমাকে মনে রাখার ব্যথা। জীবন যতো সুন্দর সাজিয়ে ছিলো, মিষ্ট ভাষী তোমার নামতা মনে করিয়ে দিলো তোমাকে লেখার পাতা।
ওদের বলা সবটুকুই সুন্দর; কে বলেছে আমার চোখে তুমি অসুন্দর? পথিক প্রান্তের এক মুঠো তোমার হাসি, জীবন তোমায় আজও ভালোবাসি।
অশ্রু সুধায় যা কিছু তোমার জল্পনা; আজও আমি আঁকতে রাজি তোমায় নিয়ে রঙীন আলপনা!!!!!!
______কলমে - জয়িতা______