অর্ধ সমাপ্তির দরজায় সাড়া পড়েছে "মন তুমি একাকী"। আলোর ঘুম ভেঙেছে, কড়া নেড়েছে দরজায়। সবাই ছুটছে আরও একটু ধরে বাঁচতে হবে।
একাকী মন ছুটতে জানেনা। বন্ধ জানলা বন্ধ দরজা ..... ভীড় ঠেলে বেরোতে চায় মনের ইচ্ছে।
একটু চাই সমান্তরাল অধ্যায়। ভালো লাগে না ছুটির ঘণ্টা। ভালো লাগে না মরুভূমির শূন্য আকাশ। রমরমিয়ে চলছে চলুক।
শকুন চিল চাতক পাখি, শূন্য স্থানের পূর্ণ ব্যাপ্তি। ....….. সমান্তরাল অধ্যায়।
সীমান্তের অক্ষরেখা ঘুরছে কক্ষপথ, বাঁচতে চায় মনের ইচ্ছে ধরতে হবে অজানা উদ্বেগ। "মন তুমি একাকী" করবে সমন্বয় ......
নতুন মুক্তির জন্ম হবে সমান্তরাল অধ্যায় ! নতুন নামে জন্ম নেবে "ইতি দীর্ঘায়ু"!!!!!
************কলমে জয়িতা************