অনেকটা রাত গড়িয়ে গেছে। নিরিবিলি আমি বেশ আছি শুয়ে বসে। মনে পড়ে অধীর আগ্রহে জেগে থাকার মুহূর্তগুলোর কথা। বিচলিত মরশুম, জীবন যেন ওষ্ঠাগত, প্রাণে ছিলো ভীতির সঞ্চার , ভীড় করে নেমে আসে পদ্মবাতির জল ভরা পাতার বাহার। জীবন যেন কখনও জোয়ার .... জীবন যেন ততোটাই ভাটা।
মানেহীন সংগ্রাম, ব্যথাহীন বেদনার ব্যথা। সমীকরণের কোনো মানে হয় না, উদ্দেশ্যহীন পথিকের পথ, দূরে থেকেও সব যেন আরও কতদূর। পৌঁছোতে হবে চূড়ার শেষ শিরায়, এটুকুই অব্যক্তের অবলম্বন।
সকাল মানেই সূর্য্য আর মাঝে মাঝে সন্ধ্যের চাঁদ ....... অলস মনের নিরলস উত্তর ..…. মূক ব্যক্তিও বোঝে নিঃশব্দতার ব্যাপ্তি।
আমি ছিলাম.....আমি আজও আছি..... আমি তো থাকবোই । তবু কেন এত চঞ্চল বিধির বিস্তার??
শূন্য কক্ষের আয়োজন সে সবই তো তৈরী ভোজন...... নিরিবিলি এই আমি বেশ আছি শুয়ে বসে। শুন্যতার পূর্ণতাতেই তো আমাকে প্রয়োজন!!!!!
*********কলমে জয়িতা********