আমি দুরন্ত পাখী। ছোট ছোট নিঃশ্বাস বুকে করে নিয়ে একদিন দেখলাম বেশ অনেকটা স্থান তোমার সংস্পর্শ পেয়ে নিজে নিজেই আমার কল্পনার থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে।
জীবন ভার অতি ক্লান্ত। নাম তোমার প্রকৃতি। এক লহমায় চোখ দুটো আমার শুধুই জড়িয়ে যায় তোমাকে উপভোগ করে, তোমার সুবাস নিয়ে।
এই যে দেখো একদিকে তুমি আর ওইদিক?...... প্রাণহীন প্রাণ ধূ ধূ করছে শুকনো গ্রাসে। "অপরূপ তোমার সৌন্দর্য্য। অপরূপ তোমাকে বর্ণনা"। একটু একটু করে তোমার সবুজ জলে নীল স্নান,,,,,,,,মিঠে হলুদ সবুজ পাতার ঝোড়ো বাতাস,,,,,,,,,,,,সমুদ্র স্নানের নোনা গহ্বরের মতো লাল নীল মেখলা পরশ তোমার বিসর্গ ছায়ায়। হারিয়ে যেতে চাই আমি তোমার রোদ বৃষ্টির এক বিন্দু জল উপত্যকার মাঝে,,,,,,,,হারিয়ে গিয়েছি আমি পাতা ভরা তোমার সূর্য আলোর গাছ বিন্যাসে,,,,,,,,,ভালোবাসি সূর্য স্নাত আম্রপল্লব,,,,,,,ভালোবাসি নিঝুম নিধির নিঃশব্দ।
.....হারিয়ে যাওয়া দুরন্ত পাখী আমি .....নীল বিছানার জল পরী সমুদ্রের ঢেউয়ে বিছিয়ে রাখা সবুজ আনাচে কানাচে রেখে যেতে চাই একবিন্দু অক্সিজেন আমার নিঃশ্বাস।
,,,,,,,,,,,,,,,,,,উপভোগ করি তোমায় তবু তো ধরতে পারলাম না তোমার সৃষ্টি ; যতো দেখি শুধুই মনে হয় আরও তোমায় দেখি প্রকৃতি! নয়তো হবে ব্যর্থ আমার অপলক দৃষ্টি,,,,,,,,,
....... দুরন্ত পাখী আমি তোমার সামনে , প্রশ্নের লেখায়!!!!!!!
কলমে - জয়িতা