তীর ছোঁয়া ঢেউ
----------------------------------
লহরীতে রিনরিন বাজে মর্মর ধ্বনি, অদূরে শোনা যায় আদুরে আলাপী কথা-কাহিনী।
স্ফটিক নীল চাঁদ আঁকছে জ্যোৎস্না, ঘনঘোর নিশা পরিপূর্ণ মোহময়ী মায়াবিনী।
লাজুক আড়াল ম্রিয়মাণ হয়ে খসে পরছে, লাবণ্য ছড়িয়ে যাচ্ছে সাদা-কালো দেয়ালে।
অপসৃত হচ্ছে পাহাড় সমান অভিমানের পাঁচিল, মোম জোছনায় ভালবাসা ছুঁয়ে ঘোমটার আড়ালে!
এ রাতের অভিসার হয়ে থাক এমন এক প্রেমগাঁথা, হৃদয় ছুটে যাক সাগর অবগাহনে।
গাঢ় সুনীল সফেদ ফেনিল জলরাশি তে সমুদ্রস্নান সেরে, জানান দেয় নীরব সমর্পণের।
বালুতটে সোনালী আলোর মেলায় আলপনা এঁকে রেখে যায় রাশি রাশি তরঙ্গ স্রোত।
হৃদয় নাবিক আবিষ্ট স্মৃতিচারণে, কতো শত সুখের ছবির কোলাজ জড়িয়ে ওতপ্রোত॥
সহসা স্তম্ভিত আকাশ গম্ভীর মন্দ্র কণ্ঠে, তীব্র বৃষ্টির বাসনা জাগিয়ে তোলে চরাচরে।
পুঞ্জীভূত মেঘের মৃদঙ্গ পাখোয়াজে যোগ্য সঙ্গ দিয়ে যায়, নেই কোনো সুযোগ অবসরের।
প্রতিবার, বারবার জীবন নোঙরে ফিরে আসে অচেনা পরবাসে মাঝদরিয়ায় কেউ।
দিক ভুল করেও ফিরে আসে দিকভ্রান্ত নাবিক, ভাগ্যিস ফিরে আসে তীর ছোঁয়া ঢেউ!
কলমে: জয়িতা দত্ত
১৬ই' সেপ্টেম্বর ২০২৩