বিষণ্ণতার চাদরে ঢাকা পরেছে আজ মন,
কোথায় পাবো একটু আলো আশার-
চিন্তা অনুক্ষণ!
শূণ্য দিয়েই শুরু আর শূণ্যতেই শেষ-
যাওয়া আসার মাঝের এই সময় অসময়,
অলক্ষে অজান্তেই হয়ে আছে নির্ধারণ!
দেনা আর পাওনার অন্তহীন হিসেব নিকেশ,
চোরা চাপান উতোর- বিকিয়েছে মূল্যবোধ!
নিলাম হচ্ছে ভালোবাসা !
অন্তসারশূণ্য বিলুপ্ত অনুভূতির জয় হোক ॥