একটা অভিমানী সকাল শুধু তোমার জন্য রাখলাম।
অকারণ আকাশ তখন ভুসো কালি মেখে ধূসর।
তুমিই, শুধু তুমি এই অবুঝ হৃদয়ের চাবিকাঠি!
একটা আলসে দুপুর শুধু তোমার জন্য থাক।
সেদিন ঝুম হয়ে পরে থাকবো শীতল পাটি'র পরে,
হাত দুটো ধরে মায়ায় জড়িয়ে নেবে বলো আমায়?
সন্ধ্যে নামার মুখে পাখিদের ঘরে ফেরার তাড়া,
গেরুয়া আসমানে খেলছে নানা রঙের রোশনাই।
আঙুলে আঙুল ছুঁয়ে সাক্ষী হবো তো সূর্যাস্তের?
রাতের পাতলা আঁধার লেপটে ছাদ বাগানের গায়ে।
অনন্ত মেঘের লুকোচুরি,উঁকি দিয়ে যায় নক্ষত্ররাজি।
কুয়াশা মাখবো যত্নে, ঐ কোজাগরী চাঁদ জানালায়!
জয়িতা
কলকাতা
২০.০৭.২০২৪