▪︎ স্মৃতির পথে ▪︎

জীবন ঘুড়ির টানে উড়তে উড়তে পার করেছি বেশ কিছু বসন্ত।
অতীতেরও বয়স বাড়ছে বুঝি,
কেন যে তবু নিঝুম সময়ে ভিড় করে আসে স্মৃতির ঝাঁপি অনন্ত?

চাওয়া পাওয়ার হিসেব নিকেশ আজকাল আর করে ওঠা হয় না।
কতো শত ব্যর্থ কবিতা,
শূন্য ঝুলি ক্লান্ত অবসরে দিয়েছে দ্বিপ্রাহরিক ঘুম, বিশ্রামে থাক না।

একটা মনখারাপের বাঁশি হালকা শোনা যায় প্রায় রোজ এ সময়ে।
শুনেছি স্মৃতি সতত সুখের।
ভাবনার সুতো গুলো জোড়া দিয়ে যা মেলে তাতে হয় না নিরাময়।

স্মৃতির আলপথ ধরে এগিয়ে, আশা বাঁকের শেষে মণিমুক্তো অজস্র।
রূপকথা শুধু গল্পই তবে,
একমুঠো রোদ -আনন্দের বৃষ্টি,সে পথে ছড়িয়ে নুড়িপাথর শত সহস্র।
  
অসময়ে অতীতের আনাগোনায়, ব্যর্থ হাঁটাহাঁটি স্মৃতির সরণি বেয়ে।
ভুলে যাওয়ার চেষ্টা নিরন্তর,
হৃদয়ের বর্ণমালা ছোট্ট সুযোগে,সাগরের ঢেউয়ের মতো আসে ধেয়ে।

কালের নিয়মে একদিন আড়াল হয়ে যাবো, বিলীন হবো পঞ্চভূতে।
পরজন্ম বলে কি কিছু আছে?
রাখবে কি কেউ আমায় তার স্মৃতিপটে আগলে, পরম যত্নে নিভৃতে!

২১ শে এপ্রিল' ২০২৩