স্মৃতির ওপার থেকে
----------------------------------

আনমনেই স্মৃতির ওপার থেকে এক পথের বাঁকের শেষে,
মনের মাঝে টুকরো হয়ে কতই না চড়াই উৎরাই!  
বিচ্ছিন্ন ঘটনায় জড়িয়ে আছে খণ্ড খণ্ড আবেগ,
আগলে রাখা। যেমন নীহারিকাপুঞ্জ জড়িয়ে রাখে নক্ষত্ররাজি!

কত প্রিয় পরিজন , সুতো আলগা হয়ে ছড়িয়ে গেল।
পশ্চিম আকাশে দিনের আলোর রেশ মিলিয়ে যায় যেভাবে॥
কত নামে পিছুটান, অবেলায় জুড়ে যায় নির্ঘুম ঝুম রাতে;
নীলচে আলোর রেখা ধরে কপোল আঁখিজলে ভাসে!

কেউ ভালোবেসে বাঁধে মায়ায়, কারো অবহেলা দুয়ো দেয়।
কারো প্রেমে মন উড়ে যায় হংসবলাকার পাখায়,
নিপুণ তুলির টানে পর্দা নামে ব্যথাতুর হৃদয়ে-
ফাঁকা ক্যানভাস ভরে যায় নানা রঙের রামধনু আলিঙ্গনে!

একলা বসে ভাবি, স্মৃতির হাত ধরেই হাঁটবো পাশাপাশি, আজীবন।
রোমন্থনে পেয়েছি অনাবিল আনন্দ, ভুলেছি অব্যক্ত যন্ত্রণা-
পথের সাথীরা ছেড়ে গেছে হাত অসময়ে, ক্লান্ত মন দিশাহারা।
শুধু স্মৃতি ধরে রেখেছে হাত নীরব প্রত্যাশায়।

জয়িতা

২৫শে ডিসেম্বর' ২০২২