আজকাল একলা সময় কাটাতে বেশ লাগে,
বিকেলের আকাশে পাখিদের ঘরে ফেরার তাড়া।
সময় স্রোত কেমন নিজের মতো চলে যায়,
কখন চুপিসারে তোর এ হৃদয় অলিন্দে ঢুকে পরা!
ইচ্ছে-স্বপ্ন বিলীন হয়ে আটক আধবোজা চোখে,
জানতে চাস না কেমন আছি একা তেপান্তরে!
একসাথে দেখা স্বপ্নের রূপোলী সন্ধে গুলো,
বছর কুড়ি নিমেষে উধাও, স্মৃতিটুকু অন্তরে।
সমাপ্তির পরে কি নতুন করে শুরু করা যায়?
যখন শুকনো পাতার মধ্যে মিশে যাবো ধুলোর আস্তরণে,
বছর কুড়ি অনেকটা সময় নিজেকে খুঁজেছি -
এখন প্রায় ঝাপসা আমার অস্তিত্ব তোর চোখের কোণে!
প্রাচীন সভ্যতার মতো ক্ষয়ে মিলিয়ে যাওয়ার আগে,
একবার চোখে চোখ রাখব গোধূলির অস্তরাগে,
বয়সের ক্লান্তি ভুলে, বাড়িয়ে দিস আলাপের হাত।
শেষবার স্পর্ধায় ছুঁয়ে দেখবো কপোলের জলের দাগে!
কলকাতা
৭ই এপ্রিল'২০২৩