আমি তো সেই জীবন টা তেই আছি,
দুহাত দিয়ে আঁচলে হলুদ মুছি,
দখিনা বাতাসে কামিনীর মৃদু হাওয়া,
গন্ধরাজের আলতো দোলা দিয়ে যাওয়া।

আলসে দুপুরে, পথের ধারে কৃষ্ণচূড়ার ছায়ায়-
মন ভেসে যায় কোনো দূর নোঙ্গরের মায়ায়,
সময়ের ছাপে অ্যালবামে রাখা ছবি,
ফিকে হয়ে আসা প্রকৃতি প্রেমিক কবি!

মুখোমুখি বসে কেটে গেছে কতো সাঁঝ,
জোনাকী আলোয় সেজেছে প্রকৃতি আজ,
একে অপরকে ছুঁয়ে থাকা আঙ্গুলে,
দূর আকাশে সন্ধ্যাতারা জ্বলে!

বাঁশিওয়ালার মন কেমন করা সুরে,
এসে পড়ি ফিরে সেই বাস্তবের ভীড়ে,
পর্দা উঠল, আলো এবং নাটক চর্চা,
কি আর বলি জীবনের রোজনামচা?


০৫'ই এপ্রিল' ২০১৯