আমি হারিয়ে যেতে চাই উদ্বাস্তুদের ভীড়ে,
স্রোতের বিপরীতে বহতা নদীর নীরে,
উজান ভাটির অচেনা চোরাবালি ঘিরে,
নৈঋত কোণে আঁধার ঘনায় ধীরে!

তমসা নামে দুচোখে ফল্গুধারা,
চিনচিন বাজে বিরামহীন বেদনা-রা,
আজীবন 'থাকবো পাশে' কথা দিয়েছিলো যারা,
জীবন সায়াহ্নে নেই কেউ, একা আমি ধ্রুবতারা॥  

মন ভেসে যায়, দূর পাহাড়ের ছায়,  
ধূমায়িত কফি, একাকী নিঝুম সন্ধ্যায় ,
ঝিরিঝিরি বৃষ্টি - পাহাড়ী ফুলের
বুনো মুগ্ধতায়,
সহস্র ঝরণার মোহিনী রূপে,  সবুজ মনের অবুঝ কল্পনায়!

কতো কাল বয়ে চলেছি এ নিঃসঙ্গতা,
হারিয়ে যাওয়া স্বপ্নের গভীর ব্যর্থতা,
নিকষ কালো রাত্রি ঘেরা বিশাল আকাশের অস্থিরতা,
আরও একবার আলোড়ন তুলে ফিরে এসো নীহারিকা!


২৩শে জুন' ২০১৯