মুহূর্তগুলো অ্যালবামে, সবটা যায়না দেখা।
স্মৃতির মণিকোঠায়, আয়না আছে রাখা।
হলদেটে আবছায়া সময়।
আলো আঁধারীর খেলায়।
অতীত মিলিয়ে যায়, মেলে প্রজাপতি পাখা।
এতো কাছে ছিলে, সময় হয়নি দেখার।
ধূসর এ বার্ধক্যে, উজ্জ্বল আজ বলিরেখা।
দুঃস্বপ্নে নির্জনে একা।
আয়না যাবে কি দেখা?
সে জটিল প্রশ্ন, তবু পরাজয় যাবেই রোখা।
আমরা সকলে বেঁচে আছি ভালোবেসে।
হাজার বছর বাঁচিয়ে রাখে উত্তরসূরি এসে।
আয়না বড় একরোখা।
নিষ্প্রাণ দেয়ালে একা।
ঘুমের শেষে চল ফিরি অমলতাসের দেশে ।