সব কবিতা কিন্তু সুন্দরী হয়না!
স্বপ্নে বিভোর হয়ে সঙ্গিনী ও হয়না!
কেউ একটু তীব্র , কেউ বা বড়ই লাজুক,
কেউ স্বভাবে স্নিগ্ধ , কারো পরতে উগ্রতা বাঁধে বাসা,
কেউ উজানে বয়ে যায়, কেউ ভাটির টানে ক্ষয়ে যায়,
কারো হৃদয় উচাটন করা প্রেম , কেউ প্রশান্ত নির্নিমেষ!
কেউ উজাড় করে তারুণ্য সুধা ঢালে,
কারো বার্ধক্যের আড়ালে জীবনের খেলা চলে,
কেউ প্রকৃতি নারীর একনিষ্ঠ শিষ্য,
কেউ ক্ষুধার আড়ালে অর্ধনগ্ন দৃশ্য,
কারো জীবনের সাফল্য অধরা মাধুরী,
কেউ হিমালয়ের চূড়ায় অক্লান্ত প্রহরী!
কবি হৃদয়ের অজস্র রক্তক্ষরণ,
কতোটা আহত হলে, সার্থক এ মানবজনম?