কতোদিন এ রোদ এসে পোড়ায়নি আমায়,
কতোদিন এ বর্ষা সিক্ত করেনি আমায়,
কতোদিন এ হিমেল বাতাস এলোমেলো করেনি আমার হৃদয়!
সে কি তুমি নেই বলে ?
রোদের তপ্ত আগুনে ধূসর আজ এ চেতনা,
বর্ষায় রিক্ত আজ এই আঁখিযুগলের বাসনা,
বাতাস আজ বিষাক্ত, বয়ে আনে তীব্র যন্ত্রণা!
সে কি তুমি নেই বলে?
তবু আজও শিউলি ফোটে,
তবু আজও রামধনু হাসে,
তবু আজও প্রকৃতি সাজে,
তবে নারী কেন এ মিথ্যে ছলনা?