আকাশের দিকে তাকিয়ে কেটেছে কতো লহমা, কতো সাঁঝ!
সারি সারি নক্ষত্র জানে সে আবেগ- অপ্রয়োজনীয় আজ।
এখন আমার আকাশ বলতে শুধু এক চিলতে খোলা জানলা।
দিন গড়িয়ে রাত বাতায়নে। সময় ঘড়িতে জমছে শ্যাওলা!
একটা পুরোনো ছাদ, ছাদের চিলেকোঠা সাথে এক আকাশ।
নিজের সাথে কতো কথায় বয়ে যেত দিন, মিলত না অবকাশ।
কতো ছুটির দিন ইতিহাস হয়ে আছে ছেঁড়া ডাইরির পাতায়।
বুকের গভীরে রামধনু এঁকে যায় একমুঠো স্মৃতি অবেলায়!
বিস্মৃতির আড়াল থেকে আলগোছে চেয়ে সেই নভোনীল।
মনখারাপের জলসা ঘরে একা আজ শুধু এসরাজ সামিল।
মরুবেহাগে বেদনার সুর, স্মৃতির ওপার থেকে বিনি সুতোয় টান।
টুকরো আকাশ-স্মৃতির দোসর! অগোছালো বেঁচে থাকার গান!
৫ই জুন ' ২০২২