আমি একদিন উধাও হবো,হারিয়ে যাবো গভীর পাহাড় খাঁজে।
জানবে না কেউ খুঁজবে না কেউ,আসুক না ঢেউ বুকের মাঝে।
পাইন এর গন্ধে মাতাল হবো,
প্রিয় রডোডেনড্রন ছুঁয়ে থাকবো,
রোজ কতটা কান্না জমে,ধূসর মনের দৃশ্য আমার সকাল সাঁঝে!
আমি একদিন উধাও হবো,হারিয়ে যাবো শূণ্য ঊষর মরূপ্রান্তরে।
ব্যথার ভুলে না যেন কেউ খুঁজতে আসুক,স্মৃতির হৃদয় দপ্তরে।
শুষ্ক মরূঝড়ে অশান্ত হবো,
মরীচিকা সন্ধানে পা বাড়াবো,
অনুভূতির সকল ভাষা উসুল করে উড়িয়ে দেব সবার অগোচরে!
আমি একদিন উধাও হবো,হারিয়ে যাবো গাঢ় নীল সমুদ্র সৈকতে।
উদাস মনের আগল খুলো না, আবছা আলো থাকলোই বা রাতে।
বালুতট ধরে একা হেঁটে যাবো,
ঝিনুক কুড়িয়ে কোঁচরে ভরবো,
আঁখিজলের হিসেব কোরো-আমি হারিয়ে গেলে মনের অজান্তে!
৩০শে' জুন ২০২২