দূর
--------------------
চেনা পথঘাট, চেনা চৌকাঠ পেরিয়ে এসেছি ব্যাথার দুয়ার,
সব কিছু থেকে দূরে যেতে চাই এ আবার কেমন আব্দার?
দূরে যাবো? বললেই সীমা রেখায় পিছুটান,
দণ্ডি তুলে নিলে, দিগন্ত-ই শেষ যুযুধান!
পুরোনো বন্ধু-চায়ের আড্ডা,ধোঁয়ায় উধাও মনখারাপ,
বৃষ্টিসাঁঝে মিয়া কি মলহার, চমকে ওঠে সন্ধ্যারাগ!
জানলা আকাশ, ঘুড়ির লড়াই- মাঞ্জা আর সুতোয় ভাব,
কাবাডি না লুকোচুরি? এ মনের ইচ্ছেমাফিক দৌড় ঝাঁপ!
ভীরু প্রশ্নেরা ঘুরপাক খেয়ে মুক্ত বাতাস খোঁজে,
ছেড়ে এলেই কি আবছায়া-রা অপেক্ষা বোঝে?
দূরে যাবো? মন ছুটে যায় মুহূর্তে পার মাইলস্টোন,
অনুভূতি-রা ঝড় তুলে যায়, হৃদমাঝারে সাইক্লোন!
------জয়িতা দত্ত॥
১৮.০৯.২০২০