ছোটোবেলায় বৃষ্টি ছিল আমার মতোই চঞ্চল উদ্দাম।
স্কুল থেকে ফেরার পথে সীমাহীন পাগলামি,
সেভাবে বন্ধু বুঝিনা তখনো;
অল্প ভালোবাসা বুঝি!
বাড়ি বসে বৃষ্টি দেখার দিনগুলো বড়ো একঘেয়ে মনকেমন।
মায়ের শাসন উপেক্ষার চেষ্টা প্রাণপণ,
সেভাবে কবিতা বুঝিনা তখনো;
অল্প ভালোবাসা বুঝি!
কলেজ হোস্টেলের ছাদে বৃষ্টিভেজা বেহিসেবী জীবন।
ইচ্ছেমতো বাঁচবো ধনুক ভাঙা পণ,
সেভাবে যাপন বুঝিনা তখনো;
অল্প ভালোবাসা বুঝি!
এখন আমি অফিস যাত্রী- জীবন যুদ্ধে অসীম ক্লান্তি।
বৃষ্টি আসে ঋতু বদলের নিয়মে,
সেভাবে হৃদয় পাইনা যেন;
শুধুই মুক্তি খুঁজি!
৭'ই জুলাই ২০২২