হিমেল পরশে ঝুপ করে নেমে আসা সাঁঝে,
প্রকৃতি নারীর আভরণহীন লাজে,
দখিন হাওয়ায় আলতো ছোঁয়া বাজে,
ঋতুরাজের আগমন এই পাতা ঝরার মাঝে,
এক দীর্ঘ প্রশস্ত বসন্তের দুপুর,
দুরে কোথায় কোন সে সুদূর,
নির্বাসনে একলা বসে গেয়ে ওঠে কোকিল,
নিরুদ্দেশে সাড়া দেয় অশোক ও শিমূল!
এ বসন্ত পলাশ কে বোঝে,
কৃষ্ণচূড়ায় ভালোবাসা খোঁজে,
রাঙ্গা মাটির পথের আঁকে বাঁকে ,
পূর্ণিমা সন্ধ্যায় বাতাস দোলা দিয়ে ডাকে।
মহুল গন্ধে একলা নারী ঝরা পাতার মাঝে,
গিগিজা গিজাং ধামসা মাদল বাজে,
রঙ্গিন বাতাস ভরে ওঠে আবিরের সাজে,
সে নারী খোঁজে উষ্ণতা ওষ্ঠ ও চিবুকের ভাঁজে!
------- জয়িতা দত্ত ॥
১১ই মার্চ' ২০২০