তোমাকে ফিরিয়ে দেব, এতো স্পর্ধা আমি কোথায় পেলাম?
মাঝরাতে চোখে অসময়ের শিশির, আকাশে আশ্বিনের মেঘ।
এক উদাসী বিকেলে ভালবাসা ফেরে, চোখে ঘোর লাগা স্বপ্ন!
স্বর্গের পারিজাত মায়াবী সুরভী ছড়ায়, প্রেমের অচেনা আবেশ।

তোমাকে ফেরাবে এ চোখ, দু'চোখে অশ্রু পেতেছে আঁচল।
তোমাকে ফেরাবে এ হাত, দু' হাতে আজ বন্ধনের শিকল।
তোমাকে ফেরাবে এ প্রাণ, সেখানে উপন্যাস রয়েছে আঁকা।
এ শরীর পারবে না ফিরিয়ে দিতে, অদৃশ্য আঙ্গুল ছুঁয়ে থাকা।

ভেবেছিলাম তবু পারব ফেরাতে তোমায়, বর্ষার অঝোর ধারায়।
অনায়াসে লুকিয়ে ফেলব বুকের বাঁ পাশে জমিয়ে রাখা কষ্ট!
ফিরে যাবো সমুদ্রের কাছে; নোনা বাতাসে ভিজব অবিরাম,
অনেকদিনের গ্লানি ধুয়ে মুছে, ডুবে যাবো সমুদ্র সম্মোহনে।

ঝিনুকের ঘর যেভাবে মিলিয়ে যায় ভেজা বালিয়াড়ি তটে,
তোমার তীব্র অহংকার মিলিয়ে যাক এ দুচোখের আগুনে।
আকাশের ছায়া যেমন বিলীন হয় সাগরের বিস্তৃত জলরাশিতে,
অনুতপ্ত তুমি ফিরবে কি আর একবার ছুঁয়ে দেখতে, নিভৃতে?

জয়িতা দত্ত
বাঘাযতীন
কলকাতা
৯ই সেপ্টেম্বর' ২০২৩