ব্যস্ততার ভীড়ে ফিকে হয়ে আসে আবছায়া স্মৃতি!
হৃদয় নোঙরে অকারণ বেঁধে রাখা ফ্রেম বাড়তি।
ক্লিশে হয়ে আসা জীবনে শুধুই অভিমান আজ,
আবেগ নামে আঙিনায়, লহমায় ছুটে যায় কোলাজ!

বসন্ত বিকেল এর অপেক্ষা টুকু ছিল অম্লমধুর!
নীল খাম আর চৈতালি হাওয়া- মন পলাতক সুদূর।
হাসনুহানা রাতে, বেহাগ বাজে আরোহণে মাতি,
মন পাহারায় হাজার জোনাক, অবকাশে সব ঝাড়বাতি!

মেঘলা দুপুরে বেয়ারা ইচ্ছেরা জাপটে আছে ঠোঁটে!
নিবিড় প্রেমের আলিঙ্গনে বৈদিক রূপকথা এসে জোটে।
গন্ধরাজের সুবাসে মেঘ আজ রূপোলী অতিথি,
খাম্বাজে গজল, আকাশপাড়ে চেয়ে একলাটি!

শীতের পশমে উষ্ণ, মদির শিশিরের মুক্ত বিন্দু!
ছাইচাপা পুরানো প্রেম, উদাসী বাতাস নিন্দুক।
হিমশরীরে আজ চেনা ওমের গভীর হাতছানি,
দু'চোখে নামে ক্লান্তির ঘুম, স্বপ্নের ঘুড়ি আশমানি!

কলমে: জয়িতা দত্ত
২০.০৬.২০২১