এমন একটা ঐশ্বরিক মুহূর্তের সাক্ষী হতে চাই ।
চেনা অচেনার সীমা পেরিয়ে,
কেউ আজও দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়!
আমি তার আঙ্গুল খুঁজে আবার নতুন করে হাঁটবো।
হাতে হাত রেখে চলার আনন্দে খুঁজে নেবো হারিয়ে ফেলা মুক্তো,
দীর্ঘ পথ একা চলার ক্লান্তি
জুড়িয়ে যাবে নিমেষে। স্বপ্নে জলপরীরা গল্প করবে।
ছায়াপথ ধরে এক ইচ্ছে তারা আনমনে খসে পরবে।
আমিও তো চাই রূপকথারা সত্যি হোক, গল্পের রাজকুমার
নেমে আসুক স্বপ্নলোকের এপারে।
কান্নার ঢেউ তো ভাঙন এর অবকাশ খোঁজে, বালি ভাঙা
স্বচ্ছ শুভ্র ফেনিল সৈকত খুঁজি নীল দিগন্তের ওই পাড়ে!
১২ই সেপ্টেম্বর' ২০২২