ত্রিংশ শতাব্দীর বিংশ কাপুরুষ তুমি
পরাধীনতা তোমার শিরা উপ-শিরায় প্রবাহিত
হচ্ছে অবিরত
ফুসফুস ভরে গেছে ভয়ের কালো ধোয়ায়
শোষণের চাকায় পিস্টে ব্লক হয়েছে হৃৎপিন্ড
ধ্বংস তোমার অনিবার্য
ধ্বংসের কি ই বা বাকী আছে,বল !¿
তুমি বেঁচে থেকেও আজ এক অন্তঃসারবিহীন কংকাল
ধিক্কার তোমায়,
ধিক্কার ত্রিংশ শতাব্দীর বিংশ কাপুরুষ