দুঃখ গুলো এক এক করে
লিখে যাব খাতায় ভরে
সেথায় মোরে পাবে সবাই
খুঁজতে যারা মোরে সদাই।

ভুলতে মোরে দেব নাকো কভু
ভুলে যদি যাও তবু
তাই তো রেখে যাব মোর দুঃখ ভরা স্মৃতি
জাগাতে মোর লাগি তোমাদের প্রীতি।
হারাব আমি ঠিকই তবু রয়ে যাব
তোমাদের আবার আমি নতুন করে পাব।