হারায়ে গিয়া, ফিরিয়া আসা জনে
কি জানি কেন, তারে আজ নাহি কেহ চিনে।
সে জন হারায়ে গিয়া পর হয়ে গেছে
এমন কষ্ট কেউ কি আগে দেখিয়াছে?
যে যায় চলে তার সবই যায় মুছে
খুব তাড়াতাড়ি, থাকে না সে আর কাছে।
যারা যায় তারা কেন চলে যায়?
কেন তারা আর নাহি মনে রয়?
এ যাওয়া তবে যাইব না আমি
রইব আজীবন এইখানে পড়ি,
ভুলিতে দেব না মোরে কখনই
চাওয়া মোর এমনই।