যে মোর চলে গেছে
করে গেছে মোরে নিঃশেষ
আর কি কোন দিন
পাব তার আবেশ?
যে যায় সে শুধু চলে যায়
গভীরের অতলে শুধু বয়ে যায়
সে ফিরে নাহি আর কভু চায়।

তবু মন যেন ডাকে বারে বারে
ফেরাতে চায় চলে যাওয়া তারে
রাখিবে প্রাণে ধরে
এবার প্রতিজ্ঞা শুধু করে।

কবে কোন কালে সেই অবহেলা
হয় নি বিস্মৃত, মনে রেখেছে সে তা
ভুলা যে সবচেয়ে কঠিন, সকল কিছুর চেয়ে
বহু দূরে গিয়ে আজ সে বুঝিয়েছে আমারে।