আমার সকল দুঃখ সুখে
রহিস রে তুই ভালবেসে
আমার সকল বেলা গুলি
ভরিয়ে রাখিস তোরে।

আঁধার মাঝে হতাশায়
যখন আমি ম্লান
নিজেরে তুই তখন
করিসনে মোরে দান।
আমায় ফেলে যাসনে কভু দূরে
রাখিস মোরে সাথে করে করে।