নিত্য আমি রিক্ত হস্তে
আসি যে তোমার দুয়ারে
তুমি আমায় দাও যে ভরে
দাওনাতো কভু ফিরায়ে।
অসীম তোমার প্রেমের মাঝে
আমি যে হারাই
চিত্ত আমার ভরিয়া ওঠে
বাঁচিবার সাধ পাই।
প্রেম নিয়ে মন প্রেম দিতে চায়
দিতে চায় তোমায় ভরিয়া
শত বার দেই, বার বার দেই
তবু হৃদয়, ভরে না এমন করিয়া।