আমায় তুমি বাসনা ভাল
শুধু বল তোমায় ভালবাসতে
তুমি থাকো দূরে দূরে
আমায় শুধু বল কাছে আসতে।
তোমার প্রাণে নাইতো আমি
আমায় তবু বল তুমি
তোমায় মনে রাখতে।
তুমি যাও দূরে চলে
ডাক টি আমার নাহি শুনে
তবু আমায় বল তুমি
তোমায় কাছে ডাকতে।
এমন খেলা হয় রে শুধু
তোমার আমার নিত্য
তোমার পরান ভরে তাতে
শুধু ভরে না মোর চিত্ত।