আজি ভাঙবার খেলায় উঠলি মেতে
ভাঙলি তারেই যারে চেয়েছিলি পেতে
আর কি আসবে কোন দিন তা
নষ্ট করলি আজ যা!
এ কেমন পাগলামি এ কেমন উচ্ছ্বাস!
এক নিমেষেই ভেঙে দিলি সব বিশ্বাস।

ভাঙলি যা গড়তে কি পারবি তা
হয়ত বা না, কখনই না।
যে জন তোরে বাসত ভালো
তারে তুই দিলি না আলো
ফিরাইলি তারে তুই কেবলই দূর করে
এ কেমন ছলনা তোর ওরে।