ভালবাসা মোর ঠাঁই পেল কোথা
সে ভাবি মনে মনে
সে দিনের সেই অল্প কথা,
অল্প দেখা যার সনে?
কত দিন আমি বসে ছিলেম
কত অপেক্ষা প্রাণে মনে
কত হাহাকার মিলিয়া আছে
এ মোর তৃষিত প্রাণে।
সব পানে চাই, তারে নাহি পাই
সেই পাওয়া কি এল ক্ষণে!
এতটুকু কথা এতটুকু দেখা
কি আছে তার মাঝখানে?
শুধু অনিবার, সেই কথা যেন তার
প্রাণ খানি মোর দুলিছে
এ যেন পাওয়া, মিটিল যে চাওয়া
তবু সে যেন হায় মোরে দূরে ঠেলিছে।
ভালবাসা সে যে কত আশা
সেথায় কত যে প্রেম মিশিয়া রয়
কেমনে বুঝাই সে কথা তারে
অল্পেই যে মোরে করিল জয়।