তোমার সৃষ্টির মাঝে প্রভু
কষ্ট যেন কাহারেও না দেই কভু।
আঁধার আলোর মাঝে
ভাল যেন বাসি সবে,
আপনার মনে যেন
প্রিয় হয়ে সবে রহে।

দীপ্ত প্রাণের আহ্বানে
ছুটি যেন সব তরে
সবাইকে আপন মনে করে।
কালো মিথ্যা ভুলে যাই যেন চলে
করিতে প্রলয় সব
সুন্দরের বাধা হয়ে যাহা রবে।

ডাকব হেসে প্রভু তোমারেই
তোমারই দীপ্তি লয়ে মনে,
জানি হেথা পাব সবই
যাহা আছে আপনার-ই মনে।