এই যে উদাস মানুষ টারে
বন্ধু বলে কেন ডাকো?
শুধুই তারে আপন বলো
মিছেই মনে ধরে রাখো।
যে রাখে না তোমায় মনে
ডাকলে তুমি যায় সে চলে
তবু কেন তারই ছবি মনে আঁকো?

ভালো তার লাগে না ভালো
চায় না সে মোটেই আলো
সুখ আছে তবু যেন দুঃখ মনে আনে
এমন পাগল কেউ কি কাছে টানে?
মন তার রয় না যে স্থির
বারে বারে হয়ে ওঠে অধীর
ছুটে চলে কেবলই অজানার দিকে
হঠাৎ আবার পিছু চলে পথ টারে বেঁকে।
কখন কারে ভালোবাসে কখন ছেড়ে দেয়
কখনো আবার সবারেই আপন করে নেয়
বোঝা নাহি যায় যেন সে কি চায়
এমন মানুষ কখনো কেউ কি কাছে পায়?

সে ছোটে আপন মনে
গাহে আপন গান
বোঝে না সে কারোর দুঃখ
কঠিন যেন তার প্রাণ।
এমনই সে কঠিন মানুষ, এমনই স্বার্থপর
তাই সে সবারে বলে করতে তারে পর।