বাহির করে আপনারে
দেখো এই ভুবন টারে
আশা হেথা অনেক আছে
রাখো যদি নিজেরে পাছে
কিছুই দেখা হবে নারে।
তুচ্ছ তুচ্ছ জ্ঞানের মাঝে
দেখবে তুমি সবই আছে
পাওয়া খানি যদি তুমি
আপন করে পাও।
মরণ তোমার সামনে যেন
তাই কি ভয় এমনও?
তুচ্ছ করে সব কিছু আজ
চালাও তোমার আপন কাজ।
টুটবে বাধা দেখবে তুমি
তোমার পথটি হতে
যদি আসতে পার উদার বাহিরটাতে।