অনেক হয়েছে ঘোরা পৃথিবীর পথে
কোথাও গিয়েছি মতে কোথাও বা অমতে।
দেখেছি কত কিছু শুনেছি কত কলতান
জীবনের বাঁকে বাঁকে সুখ দু:খ অফুরান।
হয়েছি অবাক কত, কখনোবা ম্লান
নিজেরে ভরিতে চেয়েছি এ সবে,
তবু ভরে নাই প্রাণ।

আরো দূরে গেছি নিকট  ছাড়িয়া
কি জানি কি পাব এই ভাবিয়া,
ভরে নাই প্রাণ, ভরে নাই মন
কেবলই সময় গিয়াছে কাটিয়া।

আশা করে তবু থেকেছি পথে
গেয়েছি জীবনের জয়গান,
কি জানি কি আছে, কি জানি কি পাব,
কি জানি কি হয় আগুয়ান।
হৃদয় ক্ষুধা শেষে পেয়েছে সুধা
ভরিয়া গিয়াছে মন,
অনুভব করি "হৃদয়ের ধন"
তুমি-ই সেই জন।