তোমার সাথে আর দেখা হয় নি আমার
আর না......
আর হবে ও না কোন দিন দেখা।
তাই আর কোন ঝগড়া হয় নি আমাদের
হয় নি আর কোন বিবাদ
হয় নি মন কষাকষি।
আর যে দেখা হয় নি তাই।
আমি আর কোন রাগ করি নি তোমাকে
তুমিও কর নি আমায়
হয় নি কোন বিষয়ে বিবাদ।
আমাদের মন ও খারাপ হয় নি
আগে যা হত, প্রায়ই হত
একটু কিছুতেই ঝগড়া
ছোট্ট ছোট্ট কষ্ট, কেমন একটা বিষাদ
এগুলো নেই আজ
কিছুই নেই.....
কারন, আর যে দেখা হয়নি আমাদের।
কিন্তু জানতো, এখনও ভালবাসা হয়
হৃদয় দিয়ে তোমাকে বুঝা হয়
অন্তরে তোমারে উপলব্ধি হয়।
স্মৃতি হাতড়িয়ে বেশ পাই তোমায়
সে তুমি বড়ই নির্ঝঞ্ঝাট।
শুধুই প্রেম শুধুই ভালবাসা।
এমনই পাই তোমায় আজকাল
যখন তখন পাই
ইচ্ছে করলেই পাই
কোন অপেক্ষা লাগে না
লাগে না দীর্ঘক্ষণ বসে থাকা
তুমি এসে যাও কাছে।
নিরিবিলি সময় গুলি এখন
তোমাকে নিয়েই কাটে আমার।
তোমাকে নিয়ে যাই আমার প্রিয় রাস্তায়
ছাতিম গাছের তলায়
মনে আছে বলতে তুমি
"কই তোমার অপূর্ব গন্ধ? "
আমি বলতাম" রাতে এস তবেই তো গন্ধ পাবে"
রাতে যাওয়া হয়নি কখনও আমাদের।
এখন যাই, প্রায় রাতেই যাই
তোমাকে নিয়েই যাই
তুমি যে থাক আমার সাথেই।
আর দেখা হয় নি আমাদের
আর হবেও না দেখা।
তবু তুমি আমার কাছেই থাকো
আগের চেয়েও অনেক বেশি
ঢের বেশি.....
দুঃখ আর কষ্টের মাঝামাঝি
যে আরও কিছু আছে
সেটা কি জানো তুমি?
সেটা - "অভিমান"
যখন কাছে ছিলে তখন সুখ হত
আবার মাঝে মাঝে কষ্ট ও হত
কিন্তু এই জিনিসটা ছিল না
আজকাল হয়, খুব বেশিই হয়
তোমাকে নিয়ে অভিমান হয়।
এই যে তুমি আছ এখন আমার কাছে
সে "অভিমানের তুমি"
এই "তুমি" কে নিয়েই আমার রোজ কাটে
অভিমানের তোমাকে নিয়েই এখন আমার জীবন কাটে।
আর যে দেখা হয় নি আমাদের
আর হবে ও না - তাই।
তুমি আছ আমারই সাথে
সারাক্ষণ সব সময় প্রতিনিয়ত
কষ্টের নয় সুখের নয়
এই তুমি অভিমানের তুমি।
এই তোমাকে নিয়েই কাটবে জীবন
তুমি থেকেই যাবে আমার কাছে
আর যে হয়নি দেখা তাই
আর হবে ও না দেখা কোন দিন।